ইহরাম বাঁধার নিয়ম (পুরুষ) ইহরাম বাঁধার নিয়ম (মহিলা) মহিলাদের জন্য ইহরামের কোন নির্দিষ্ট পোশাক নেই। মহিলারা স্বাভাবিক সেলাইযুক্ত কাপড় পরিধান করবেন। যেমন সালোয়ার, কামিজ, ম্যাক্সি, বোরকা ইত্যাদি। যে কোন ধরনের আরামদায়ক জুতাও পরতে পারেন। শুধু শাড়ীতে যেহেতু পর্দা করা অসুবিধাজনক এজন্য সালোয়ার, কামিজ, ম্যাক্সি ইত্যাদি পরা সুবিধাজনক।ইহরাম বাঁধার পূর্বে গোসল করে নিন। গোসল করতে অসুবিধা…