চেয়ারম্যান এর দু’টি কথা

বাংলাদেশে ৯০% মুসলমান থেকে খুব অল্প সংখ্যক লোকই বিশুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত করতে পারে এবং এর অর্থ বুঝে। সহীহ্ ভাবে কুরআন তিলাওয়াত করা ফর্জে আইন, নামাযের তিলাওয়াতে ভুল হলে নামায হয় না। এ বিষয়ে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও গবেষণার আলোকে এ বিজ্ঞানের যোগে মাল্টিমিডিয়া ব্যবহৃত আধুনিক ও ডিজিটাল সিস্টেমে সর্বস্তরের মুসলমান ভাই- বোনদেরকে সহজ ও সুন্দর উপস্থাপনায় বিশুদ্ধভাবে কুরআন শিক্ষাসহ দৈনন্দিন আমলের প্রয়োজনীয় সুরা- ক্বিরাত, দুূ’য়া, হাদীস, মাসআলা-মাসাঈল অর্থসহ শিক্ষাদানের মাধ্যমে ইসলামী জীবন পরিচালনার ব্যবস্থা করে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই ‘সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠা। এটি একটি বেসরকারী, অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান।

এই মহান কাজটি চলমান রাখতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আলহাজ্ব মাওলানা ক্বারী মো: সেলিম
চেয়ারম্যান, সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন
অফিস: বাড়ী ৫৪, রোড ০৪, সেক্টর ০৫, উত্তরা, ঢাকা।
মোবাইল: ০১৭৫৭৪১২৭৫৮
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • চলমান কর্মসূচী
  • আমাদের অর্জন সমূহ

সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য

এটি একটি বেসরকারী, অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান।

(১) মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির লক্ষ্যে, সমাজের সকল স্তরের মানুষকে কুরআনের
শিক্ষায় সম্পৃক্ত করতে বিশুদ্ধভাবে কুরআন শেখা ও শেখানোর কাজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

(২) গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক ও দাতব্য কর্মসূচী নেয়া ও পরিচালনা করা।

(৩) দুঃস্ত মানুষের জন্য বিনামূল্যে ঔষধ, খাদ্য, পানি সরবরাহ ও বিভিন্ন ধরণের স্বাস্থ্য কর্মসূচী গ্রহন করা।

(৪) শহর ও গ্রাম এলাকার বেকার যুবক,স্কুল /কলেজ / বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর জন্যবৃত্তিমূলক এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, যুব পরিচর্যা কেন্দ্র উন্নয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন প্রকার শিক্ষামূলক ও ইসলামিক সাংস্কৃতিক কর্মসূচী গ্রহণ করা।

(৫) শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ছাত্র এবং আলেমউলামাদের মধ্যে বিনা মূল্যে বই, কিতাব বিতরণ করা ।

(৬) ইসলামী সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নের লক্ষ্যে জনসাধারণ এবং সদস্যদের জন্য গ্রন্থাগার(লাইব্রেরী ), ও পাঠাগার স্থাপন।

(৭) জনসাধারণের মাঝে কার্যকরী জ্ঞানের বিকাশ ঘটানোর লক্ষ্যে কারিগরী ও সাধারন শিক্ষা সম্পৃক্ত স্কুল, কলেজ,মাদ্রাসা এবং অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।

(৮) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বিষয়ের উপর বিভিন্ন প্রকার প্রতিযোগিতার আয়োজন করা।

(৯) ধর্মীয় শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান।

(১০) মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা এবং এতিমখানার নির্মাণ, সহযোগিতা বা অনুদান প্রদান করা। 

(১১) বোর্ড অব ডিরেক্টরস এর বিভিন্ন সময়ে নেয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে সামাজিক উৎকর্ষতায় সহযোগিতা করা।

উপরোক্ত সেবা মূলক কাজে আপনিও আমাদের সাথে এগিয়ে আসুন
অত্র ফাউন্ডেশনের একজন দাতা সদস্য হয়ে নিজেকে দ্বীনের খাদেম হিসেবে নিযুক্ত করুন।

আমাদের চলমান কর্মসূচী

(১) ভি.আই.পি কোর্সঃ অত্যান্ত গুরুত্ব পূর্ণ ব্যাক্তিদের জন্য (২ মাসা ব্যাপি)
(২) স্পেশাল কোর্সঃ উচ্চ পর্যায়ের পেশাজীবী লোকদের জন্য (৬ মাস ব্যাপি)
(৩) শিক্ষক প্রশিক্ষণ কোর্সঃ হাফেজ, ক্বারী, আলেম-ওলামাদের জন্য (২ মাস ব্যাপি)
(৪) কম্পিউটার প্রশিক্ষণ কোর্সঃ সবার জন্য (২ মাস ব্যাপি)
(৫) ডিপ্লোমা ইন তিলাওয়াতুল কুরআন।
(৬) দেশের বিভিন্ন অঞ্চলে কুরআন শিক্ষা সেন্টারসহ মাদরাসা ও স্কুল চালু করা হচ্ছে।

আমাদের অর্জন সমূহ

(১) নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষাকে যুগোপযোগী করে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে রূপদান করা হয়েছে।
(২) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্র ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন নেয়া হয়েছে।
(৩) প্রতি মাসে অনুষ্ঠিত হচ্ছে অত্র ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের মাসিক মিটিং।
(৪) আমাদের যাকাত ফান্ডের মাধ্যমে প্রায় ৫০০ শতেরও বেশি শিক্ষক তৈরী করে বিভিন্ন এলাকায় কুরআনের খেদমতে নিয়োজিত করা হয়েছে।
(৫) উত্তরার বিভিন্ন সেক্টরে পুরুষ, মহিলা, ছেলে-মেয়েসহ কয়েক হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিশুদ্ধভাবে কুরআন শেখাতে সক্ষম হয়েছি।
(৬) আমাদের লিস্ট করা কয়েকটি এতিম খানা ও মক্তবে ছেলে মেয়েদের পোষাক, বই পুস্তকসহ বিভিন্ন রকমের খাবারের অনুদান প্রদান করা হচ্ছে।
(৭) প্রতি বৎসর ইফতার প্রোগ্রাম, ক্বিরআত প্রতিযোগিতা, প্রদর্শনী অনুষ্ঠান ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে প্রচুর পরিমাণ অনুষ্ঠান করা হচ্ছে।
(৮) মাই টিভি, জি টিভিসহ অনলাইন মিডিয়াতে কুরআন শিক্ষার অনুষ্ঠান স¤প্রচারের মাধ্যমে দেশ বিদেশে কুরআন শিক্ষার ব্যাপক কার্যক্রম পৌছানো হচ্ছে।
(৯) ইসলামী গবেষণা সেন্টার প্রতিষ্ঠা করে এ পর্যন্ত গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে আমাদের কয়েকটি পুস্তিকা যেমন: ‘এসো কুরআন শিখি’-১/২, ছোটদের আরবী শিক্ষা, ‘কুরবানির প্রয়োজনীয় মাসআলা’, হজ্ব ও উমরাহ গাইড, ইলমে কিরআত, রমযানে মাসআলা।
(১০) ফাউন্ডেশনের স্থায়ী ক্যাম্পাস ও একটি গাড়ী ক্রয় করা হয়েছে।

আজ থেকে শুরু করুন কুরআন শেখা

পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: ‘এবং তোমার প্রতি নাযিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল হয়েছে। আর যাতে তারা চিন্তা করে’। {সূরা আন-নাহল, আয়াত : ৪৪}