ঈমান নবায়নের দুআ

ফযীলত: ঈমান মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। ঈমানের মধ্যে মরিচা লেগে যায়। চারপাশের গোনাহ ও চাকচিক্য মানুষের ঈমানকে মলিন করে। এজন্য ঈমানের হেফাজত ও নবায়ন প্রয়োজন।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কাপড় যেমন পুরাতন হয়ে যায় তেমনি তোমাদের ঈমানও পুরাণ হয়। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা কর যেন তিনি তোমাদের হৃদয়ে ঈমান নবায়ন করে দেন। -সনদ সহীহ, ইবনু সিন্নি র.
সুতরাং দুআকারী প্রতিদিন বলবে,

اللَّهُمَّ جَدِّدْ إيْمَانَنَا
অর্থ: হে আল্লাহ আপনি আমাদের ঈমান নবায়ন করে দিন।