মক্কা/মদীনার উদ্দেশ্যে রওয়ানা এবং সেখানে করণীয়

মক্কা/মদীনার উদ্দেশ্যে রওয়ানা এবং সেখানে করণীয়
* প্রথমে মক্কায় গেলে হারাম শরীফে প্রবেশের সময় এই দুআ পড়ুন-

উচ্চারণ : আল্লাহুম্মা হাজা আমনুকা ওয়া হারামুকা ওয়ামান দাখলাহু কা-না আমিনা, ফাহাররিম লাহমী ওয়া দামী ওয়া আযমী ওয়া বাশারী আলান্নার ।
* বাস থেকে নেমে প্রথমে নিজের লাগেজ সংগ্রহ করুন।
* সরকার বা এজেন্সীর ভাড়া করা বাসা/হোটেলে উঠুন।
* প্রথমে মক্কায় এসে থাকলে গোসল করে খাওয়া-দাওয়া সেরে সামান্য বিশ্রাম নিয়ে উমরার জন্য প্রস্তুত হোন ।
* নামাযের সময় হলে আগে নামায পড়ে নিন।
* আপনার সিট এবং লাগেজ রাখার ব্যাপারে আমীর সাহেবের পরামর্শমত কাজ করুন। * মক্কায় পৌঁছার পর মুয়াল্লিম অফিস থেকে দেয়া ‘কবজি বেল্ট’ সব সময় সঙ্গে রাখবেন। এ বেল্টে মুয়াল্লিম অফিসের নম্বর লেখা আছে যা আপনি হারিয়ে গেলে কাজে লাগবে ।
* মুয়াল্লিমের দেয়া কাগজপত্র সতর্কতার সাথে হেফাজত করুন।
* মক্কা ও মদীনার বাসার ঠিকানা, ফোন নম্বর আগে থেকেই জেনে নিন ।
* সব সময় দলবদ্ধভাবে চলুন। আপনার বাসার লোকেশন পুরোপুরি আয়ত্ব করতে না পারা পর্যন্ত একা কখনও ঘরের বাইরে যাবেন না।
* বেশী বেশী ফলের রস ও পানি পান করুন। অসুস্থতা অনুভব করলে চিকিৎসাকেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ নিন ।
* এরপর প্রস্তুত হয়ে নিন উমরার জন্য (যারা তামাত্তু’ বা ক্বিরান হজ্ব করবেন)।