ধারাবাহিক অজুর নিয়ম
[১] পবিত্রতার [শরীর ও আত্মার] নিয়ত করা।
[২] শুরুতে বিসমিল্লাহ পড়া।
[৩] মেসওয়াক করা।
[৪] তিনবার উভ হাত কব্জিসহ ধৌত করা।
[৫] তিনবার কুলি করা।
[৬] তিনবার নাকে পানি দেয়া।
[৭] তিনবার মুখমণ্ডল ধৌত করা।
[৮] দাঁড়ি ঘন হলে খিলাল করা সুন্নাত আর পাতলা হলে নিচে পানি প্রবেশ করানো ফরয।
[৯] তিনবার উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা।
[১০] হাতের আঙ্গুলসমূহ খিলাল করা।
[১১] সমস্ত মাথা একবার মাসাহ করা।
[১২] উভয় কান মাসাহ করা।
[১৩] গর্দান মাসাহ করা মুস্তাহাব।
[১৪] তিনবার উভয় পায়ের টাখনুসহ ধৌত করা।
[১৫] পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা।
[১৬] অজু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করা।
অজুর আদবসমূহ
[১] মা’যূর না হলে ওয়াক্ত আসার পূর্বে অজু করা।
[২] অজুর পূর্বে পেশাব-পায়খানা সেরে নেয়া।
[৩] উঁচু স্থানে বসে অজু করা।
[৪] কেবলামুখী হয়ে অজু করা।
[৫] অজুর সময় দুনিয়াবী কথাবার্তা না বলা।
[৬] তারতীব অনুযায়ী অজু করা।
[৭] আংটি, চুড়ি, নাকের অলংকার ইত্যাদি ভালভাবে নেড়েচেড়ে পানি পৌঁছে দেয়া।
[৮] অতিরিক্ত পানি ব্যয় না করা।
[৯] প্রয়োজন ছাড়া কোন অঙ্গ তিনবারের বেশি না ধোয়া।
[১০] বাম হাত দ্বারা নাক পরিস্কার করা।
[১১] অজুর সমস্ত কাজ ডান দিক থেকে করা।